You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের তৎপরতায় অনেকের অস্বস্তি

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে উপলক্ষ করে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ভারতে আলাপ-আলোচনা হচ্ছে। এখানে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা, ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং চীনের পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট ড. আলী রীয়াজ। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক ওয়াসিফ

সমকাল: বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র কিছু নিবারণমূলক পদক্ষেপ নিয়েছে। এদিকে ভারতীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের তৎপরতায় ভারতের স্বার্থহানি ঘটার আশঙ্কার কথা বলা হচ্ছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

আলী রীয়াজ: বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের তৎপরতায় ভারতের গণমাধ্যমে যথেষ্ট কথাবার্তা হচ্ছে। কোনো কোনো বিশ্লেষক একে ভারতের জন্য গুরুতর সংকট হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু ভারত কি অন্য কোনো দেশের বেলায় এ ধরনের প্রতিক্রিয়া দেখায়? এটা একদিকে বিস্ময়ের ব্যাপার, অন্যদিকে বোঝা যায় তারা বাংলাদেশকে কীভাবে বিবেচনা করেূ। অনেক বিশ্লেষক বলছেন, বাংলাদেশে কোনো দল বা ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য ভারতের কাজ করা উচিত। তাঁরা কিন্তু বলছেন না, বাংলাদেশের মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে। তাঁরা বাংলাদেশের মানুষের মত কী, তার চেয়ে বেশি আগ্রহী কে ক্ষমতায় থাকলে ভারতের লাভ, সে
ব্যাপারে।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহু বিষয়ে ঐকমত্য থাকলেও এবং দুই দেশ একত্রে কাজ করলেও বাংলাদেশের বিষয়টিকে যুক্তরাষ্ট্র এখন নিজের চোখেই দেখতে চাইছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রসঙ্গটা সরাসরি বাংলাদেশ হিসেবেই বিবেচনা করছে। ভারতে এই নিয়ে যাঁরা উদ্বিগ্ন, তাঁদের কি এটাই উদ্বেগের বিষয় যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যার যার নিজস্ব অবস্থান থেকে দু’পক্ষের মধ্যে আলাপ-আলোচনা করতে পারে, আদান-প্রদান করতে পারে? যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছে, সেটা ভারতকে খানিকটা অস্বস্তির মধ্যে ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন