নির্বাচন তাহলে ফেব্রুয়ারিতে হচ্ছে?
সরকারের প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং নির্বাচন কমিশনের তরফে বারবার আশ্বস্ত করার পরেও দেশের বিপুল সংখ্যক মানুষের মনে প্রশ্ন, জাতীয় সংসদ নির্বাচন কি আসলেই ফেব্রুয়ারিতে হচ্ছে? জনমনে এই সংশয়ের পেছনে নানা কারণ আছে। প্রথমত, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে এই মুহূর্তে দেশে সক্রিয় প্রধান রাজনৈতিক দলগুলোর সুর এখনও অভিন্ন নয়। বরং সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তরফে নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, দলের অভ্যন্তরীণ অবস্থা বিবেচনায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেইসাথে মাঠে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি বলেও মনে করে জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের এই দলটি।
এর মধ্যে গত ৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। এই সপ্তাহেই রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।