মার্কিন ভিসা নীতি দুরভিসন্ধিমূলক : ১৪ দলীয় জোট
আরটিভি
প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ১৭:৫১
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মনে করে মার্কিন ভিসা নীতি অনাকাঙ্ক্ষিত, যা কারও কারও পক্ষে ব্যবহার করা হচ্ছে। দেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের এ ভিসা নীতি দুরভিসন্ধিমূলক।
রোববার (৬ মে) ইস্কাটনে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
তিনি বলেন, মার্কিন ভিসা নীতি অনাকাঙ্ক্ষিত ও অনাহূতভাবে আসায় তা অত্যন্ত দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। কারণ, এটা কারও কারও পক্ষে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। তবে আমরা মনে করি, সংবিধানের প্রতিটি প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ আমরা কামনা করি না।