১৪-দলীয় জোটে বিপর্যস্ত শরিকেরা, কোনো কোনো দলে ভাঙনের শঙ্কা
১৪–দলীয় জোটের শরিক দলগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ভোটে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে অধিকাংশ শীর্ষ নেতা ধরাশায়ী হওয়ায় বিপর্যস্ত শরিকেরা। শরিক দলগুলোর অভ্যন্তরেও অসন্তোষ দেখা দিয়েছে; তৈরি হয়েছে সংকট।
শরিক দলগুলোর নেতাদের কেউ কেউ মনে করেন, রাজনীতিতে তাঁদের প্রভাবও কমে আসছে। ক্ষমতাসীন এই জোটের প্রধান শরিক আওয়ামী লীগও শরিকদের গুরুত্ব দিচ্ছে না। গত ৭ জানুয়ারির নির্বাচনে আসন সমঝোতায় আওয়ামী লীগের সেই মনোভাবের প্রকাশ ঘটেছে। এমন মনোভাবের পেছনে আওয়ামী লীগও যুক্তি দিচ্ছে যে সহযোগিতা পেয়েও ১৪-দলীয় জোটের শরিকেরা ‘নিজের পায়ে’ দাঁড়াতে পারেনি।
১৪ দলের শরিকদের, এমনকি এই জোটের ভবিষ্যৎ কী, এমন প্রশ্নও আলোচনায় এসেছে। শরিক দলগুলো একাধিক নেতা বলেছেন, নির্বাচন অনুষ্ঠান ও সরকার গঠনের অনেকটা সময় পার হলেও বিপর্যস্ত শরিকদের নিয়ে আলোচনার কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ।
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক জোট
- দলে ভাঙন
- ১৪ দল