বানরের পিঠে ভাগাভাগি হবে ৭ জানুয়ারি: মঈন খান
আগামী দ্বাদশ সংসদ নির্বচন কেমন হবে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান টানলেন বানরের পিঠা ভাগের গল্প।
তার ভাষায়, “যা হতে চলেছে, সেটি নির্বাচন নয়, হবে ভোট ভাগাভাগি।”
সুষ্ঠু ভোটে যদি আওয়ামী লীগ নির্বাচিত হয়, তাহলে তিনিই প্রথম দলটিকে অভিনন্দন জানাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এই বিএনপি নেতা।
বৃহস্পতিবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মঈন খান।
তিনি বলেন, “আগামী ৭ তারিখ কোনো নির্বাচন বলে কিছু হবে না। এখানে ভোট ভাগাভাগি চলছে। এই নির্বাচনের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আজকে যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠে ভাগাভাগি… সেই কাজগুলো আপনারা (সরকার) প্রকাশ্যে করছেন।
“ভোটের সিট ভাগাভাগি করে যে ফলাফল নির্ধারণ করা হয়েছে ৭ তারিখে সেই ফলাফলই শুধুমাত্র ঘোষণা করা হবে।“