You have reached your daily news limit

Please log in to continue


সতর্ক হোন

বর্ষা মৌসুম আসছে। মূলত এ মৌসুমে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু আমরা কতটুকু প্রস্তুত। ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন নিজে থেকে সচেতনতা। সে ক্ষেত্রেও আমরা উদাসীন বরাবর। নিজের মধ্যে সচেতনবোধটায় আমাদের বড় অভাব। 
গরমের পর বর্ষার পানি যেমন জমির ফসলের জন্য, পরিবেশ, জীব-জন্তু ও কিছুর জন্য আশীর্বাদ তেমনি বর্ষার পানি বিভিন্ন জায়গায় জমে ডেঙ্গুবাহী মশার বংশ বিস্তৃত হয়। নিজেদের অসচেতনতার কারণে বৃষ্টির পানি বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখা প্লাস্টিকের বোতল-বাটি, ডাবের খোসা, গাড়ির টায়ার, ফুলের টব এমনকি অযতেœ ফেলে রাখা পাত্রে জমে থাকা টলটলে পানিতেই জন্ম নেই ডেঙ্গুবাহী এডিস মশা। ঘরে সাজিয়ে রাখা ফুলের টবে পানি জমে থাকলেও এডিস মশার বংশ বিস্তার করে। সেখান থেকে হাজার হাজার মশা যা কিনা আমাদের পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন