You have reached your daily news limit

Please log in to continue


ইমরান খান — পাকিস্তানের ভবিষ্যতের কাণ্ডারী?

পাকিস্তানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সব নেতাকে সেনাবাহিনী সরিয়ে দিয়েছে। জুলফিকার আলি ভুট্টো ফাঁসিতে ঝুলেছেন, তার মেয়ে বেনজীর ভুট্টো দুইবার ক্ষমতা থেকে অপসারিত হয়ে শেষমেশ আততায়ীর হাতে নিহত হয়েছেন। শাহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফ আজও নির্বাসিত। কিন্তু ইমরান খানের বেলায় কেন এমন সেনাবিরোধী সেন্টিমেন্ট সৃষ্টি হলো? তার একটা বড় কারণ হতে পারে, ইমরান খানের পপুলিস্ট রাজনীতি এবং নবীন প্রজন্মের কাছে তার আবেদন। ইমরান খান পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট পার করেছেন, এবং তিনি দেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করতে পারেননি। কিন্তু তিনি জনগণের কাছে সবকিছু প্রকাশ করেছেন — কোনো রাখঢাক করেননি, মিথ্যা আশা দেখাননি।

পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে একটা কৌতুক বেশি প্রচলিত — এ বাহিনী কখনো কোনো যুদ্ধে জেতেনি, কোনো নির্বাচনে হারেনি।

পাকিস্তান সেনাবাহিনীর বহিঃশত্রুর বিরুদ্ধে যত না সাফল্য, তার চেয়ে বেশি 'সাফল্য' নিজের দেশকে পঙ্গু করে ফেলায়। তার আরেকটি উদাহরণ হয়ে আছে সাম্প্রতিক ইমরান খান বনাম সেনাবাহিনীর দ্বন্দ্ব, যেখানে আপাতত 'ব্যাকফুটে' আছেন সাবেক ক্রিকেট তারকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন