মিত্রের খোঁজে ইমরানের দল
জাতীয় পরিষদের সংরক্ষিত আসন ভাগে না পেলে সরকার গঠনের দৌড়ে পিছিয়ে পড়বে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এই বাস্তবতা বুঝতে পেরে দলটি এখন অন্য দলের সঙ্গে জোট করা বা অন্য কোনো দলের সঙ্গে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান রোববার দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ডন নিউজকে পিটিআই নেতা বলেন, মিত্র কে হতে পারে, তা খোঁজা হলেও তারা অবশ্যই জোট করার জন্য পিএমএল-এন বা পিপিপির কাছে যাবে না। সমসাময়িক বিষয় নিয়ে ডন নিউজের আলোচনা অনুষ্ঠান দুসরা রুখ শোতে গহর আলী বলেন, ‘ওই দুই দলের কারও সঙ্গে আমরা স্বস্তি বোধ করি না। সরকার গঠন নিয়ে বা তাদের সঙ্গে মিলেয় সরকার গঠন নিয়ে কারও সঙ্গে কোনো কথা হবে না। (তাদের সঙ্গে নিয়ে) সরকার গঠনের চেয়ে বিরোধী দলের আসনে বসা ভালো। তবে আমরা মনে করছি, আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’