
সত্যই পবিত্র: টম হ্যাংকস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ২০:৫২
‘দ্য ভিঞ্চি কোড’ সিনেমায় হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট ল্যাংডন হয়েছিলেন; বাস্তবে সেই বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন হলিউড তারকা টম হ্যাংকস।
যুক্তরাষ্ট্রের নামি এই বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কোর্স সমাপনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়, যেখানে তিনি এক বক্তৃতায় সত্যের পক্ষে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখেন বলে সিএনএন জানিয়েছে।
হার্ভার্ড ইউনিভার্সিটির স্নাতকদের উদ্দেশে আমেরিকার ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন অস্কারজয়ী ৬৬ বছর বয়সী এই অভিনেতা।
টম হ্যাংকস বলেন, “সত্য পবিত্র। সত্যকে রক্ষা করার জন্য লড়াই করতে হয়।”