
পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে যুদ্ধের ফল হবে ভয়াবহ: আলি জাফর
যুগান্তর
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২০:৫০
ভারত-পাকিস্তানের চলমান সংঘাত কমানোর জন্য জরুরি সংলাপ ও আন্তজার্তিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের গায়ক ও অভিনেতা আলি জাফর।
বৃহস্পতিবার একাধিক টুইটের মাধ্যমে আলি জাফর দু’দেশকেই সংযম দেখানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে তার ফল হবে ভয়াবহ।
আলি জাফর লিখেছেন, ‘আমাদের ঘর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’
যারা যুদ্ধ উসকে দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা কি বুঝতে পারছেন, দুটি পারমাণবিক দেশের মধ্যে যুদ্ধ মানে কী? এটা কোনো সিনেমা নয়—যুদ্ধ মানেই ধ্বংস।’