
এবার সিনেমার মঞ্চে বিশেষ মর্যাদায় ফুটবলের দেশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২০:৫১
২০২২ সালের ২ মে সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী পালন করেছিল বিশ্ব-চলচ্চিত্র। তাকে সম্মান জানাতে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে রাখা হয় ‘ইন্ডিয়া অ্যাস কান্ট্রি অফ অনার’ নামক একটি বিশেষ বিভাগ। এরপর থেকে প্রতি বছর ‘কান্ট্রি অফ অনার’ নামের বিভাগে একটি দেশকে বিশেষ সম্মান জানানো হয়।
যেখানে ২০২৩ সালে স্পেন ও গেল বছরে সুইজারল্যান্ড পেয়েছিল ‘কান্ট্রি অফ অনার’। সেই ধারাবাহিকতায় এবার কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’-এ ‘কান্ট্রি অব অনার’ হিসেবে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটি।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা