ইউটিউবে একের পর এক হিট গান, কে এই তরুণ গায়ক

প্রথম আলো প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

কুমিল্লার ছেলে সৈয়দ অমি ছোটবেলা থেকেই গানটাকে আপন করে নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে গান শেখা হয়নি; তবে মা ভালো গজল গাইতেন। অমির ভাষ্যে, ‘আজ মা বেঁচে নেই। হতে পারে, মায়ের থেকে আমার মধ্যে কিছুটা গানের প্রতিভা এসেছে।’ এলাকার বিভিন্ন অনুষ্ঠান থেকে আড্ডায় গলা ছেড়ে গান গাইতেন অমি। ২০১৬ সালে সুযোগ আসে। প্রথমবার ‘বুকের ভিতর’ মিক্সড অ্যালবামে ‘অবুঝ মন’ গানে কণ্ঠ দেন তিনি। গানের ভিডিও চিত্রেও দেখা যায় তাঁকে।


ইউটিউব থেকে তারকাখ্যাতি


‘অবুঝ মন’ প্রথম গান হলেও অমির সাফল্যের শুরু ‘ঘুম না আসা রাতে’ গান দিয়ে; ইউটিউবে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১৮ সালে মুক্তি পাওয়া গানটির ভিউ এখন ৪ কোটি ৪৫ লাখ পেরিয়েছে। এরপর মুক্তি পায় ‘মন কান্দে’; এ গানের পর আর পেছনে তাকাতে হয়নি। এখন পর্যন্ত ৭ কোটি ৮৫ লাখ ভিউ! গানটি ছিল তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ভিউর দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির ‘মাতাল’। গানটি দেখা হয়েছে আড়াই কোটি বারের বেশি। আলোচনায় ছিল তাঁর আরেক গান ‘দুই চাক্কার সাইকেল’, ভিউ ছাড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ। চলতি বছরের সাড়া পাওয়া ‘পরী পাইছি রে’ গানটির ভিউ প্রায় ১ কোটি ৫০ লাখ। অন্তর্জালেও গানটি সাড়া ফেলে। গানটির মিউজিক ভিডিও ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে ছিল দুই সপ্তাহের বেশি সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও