একটি-দুটি করে পার হয়েছে ২৯টি বছর; এখনো ঢাকাই সিনেমার নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে রয়েছে মতানৈক্য।
আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও তা মানতে নারাজ পরিবার ও ভক্তরা। তাদের ভাষ্য, সালমান শাহকে হত্যা করা হয়েছে।
তুমুল জনপ্রিয় এ চিত্রনায়কের মা নীলা চৌধুরী বলছেন, “সালমান শাহকে হত্যা করা হয়েছে। আর যদি সে আত্মহত্যাও করে- সেটা তো সামিরার কারণে। তার কারণে আমি আমার ছেলেটাকে হারিয়েছি।”
এই মামলা যদি না চলে, নতুন করে হত্যা মামলা করবেন বলে জানালেন তিনি।