
নাহিদের কণ্ঠে ‘বাবার সাইকেল’
শৈশবের স্মৃতিকাতর মুহূর্ত ও বাবার প্রতি ভালোবাসা নিয়ে ‘বাবার সাইকেল’ শিরোনামের গান বেঁধেছেন সংগীতশিল্পী নাহিদ হাসান।
বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে গানটি।
বিজ্ঞপ্তিতে ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, ‘বাবার সাইকেল’ গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন নাহিদ।
আর সংগীত আয়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
গান নিয়ে নাহিদ হাসান বলেন, "জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ ‘বাবার সাইকেল’। যে সাইকেলে করে বাবা বিভিন্ন কাজ করেছেন, আমাকে পেছনে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল না বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল।"
গান তৈরির পেছনের কথা তুলে ধরে নাহিদ বলেন, "যখন এই গান লিখি, তখন আমার বাবা বেঁচে ছিলেন। সে সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম, তিনি শুধু একটি বাক্য বললেন ‘আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস’। এখন বাবা বেঁচে নেই। আমি সেই পরিস্থিতির মধ্য দিয়ে সত্যিই হেঁটে যাচ্ছি!
- ট্যাগ:
- বিনোদন
- নতুন গান
- নাহিদ হাসান