
এল সোহাগের ‘রোমন্থন’, লেখা হয়েছিল ১৫ বছর আগে
'শহরতলী' ব্যান্ডের শিল্পী জিল্লুর রহমান সোহাগের কণ্ঠে শোনা যাচ্ছে নতুন গান ‘রোমন্থন’। এটি তার একক অ্যালবাম ‘একদিন হবে, একদিন’ এর চতুর্থ গান।
বুধবার থেকে সোহাগের ইউটিউব চ্যানেলে গানটি প্রচার হচ্ছে। স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে গানটি।
কথা ও সুর করেছেন সোহাগ নিজেই। সংগীত প্রযোজনা করেছেন মাহিবুল হাসান মাহিম ও মিনহাজ জুয়েল। কিবোর্ডে ছিলেন সাদী মোহাম্মদ এবং গিটারে অনুজ কুমার।
গানের ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে, যেটি নির্মাণ করেছেন হাসিবুল হক।
সোহাগ গ্লিটজকে বলেন, "‘রোমন্থন’ একটি কাব্যনির্ভর গান, যেখানে প্রেম ও বিচ্ছেদকে দেখানো হয়েছে স্মৃতি ও অনুশোচনার মধ্য দিয়ে।
"এই গানটি লেখা হয়েছিল ২০১০ সালে, কবিতার মত করে। দীর্ঘ ১৫ বছর পর তা গানে রূপ পেল। এই গানটার একটা নিজস্ব সময় ছিল। আমি শুধু মুক্তির অপেক্ষায় ছিলাম। আশা করছি গানটি সবার মন ছুঁয়ে যাবে।"
- ট্যাগ:
- বিনোদন
- ব্যান্ড সঙ্গীত