You have reached your daily news limit

Please log in to continue


মাকে নিয়ে গান গাইলেন সামিনা চৌধুরী

১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা চৌধুরী অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে এবং একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আল্লাহর রহমতে আমার মা সুস্থ আছেন, মায়ের গর্ভে গানের পরিবারে জন্মেছি আমি। সেই গান দিয়ে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছি এই গান।’

মুরাদ নূরের সুরে আগেও গেয়েছেন সামিনা চৌধুরী। নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু সৃষ্টি হচ্ছে। “মেঘবরষা” শিরোনামের একটি গান বেশ প্রশংসিত হয়েছে। মুরাদ মেধাবী একজন সুরকার। এক আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করব। সবকিছুর দায়িত্বই নূরকে দিই। পরিকল্পনা আর প্রত্যাশা অনুযায়ী গানটি তৈরি করেছে সে। ভীষণ ভালো একটি গান হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন