You have reached your daily news limit

Please log in to continue


কানে যাচ্ছে ‘বাঙালি বিলাস’, যা নিয়ে সিনেমা

সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে নেওয়া হচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বাঙালি বিলাস’। উৎসব চলাকালে নির্মাতাদের উদ্যোগে ছবিটি প্রদর্শিত হবে সেখানে।

কী নিয়ে এই সিনেমা? যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে উপজীব্য করে দর্শককে এক গভীর সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা দিতে বানানো হয়েছে ‘বাঙালি বিলাস’। নির্মাতা এবাদুর রহমান জানান, ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামোয় দুটি মুসলিম নারী চরিত্র, মিত্রা ও রুশতী, এক পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে!

‘বাঙালি বিলাস’ প্রসঙ্গে এবাদুর রহমান বলেন, “বাঙালি বিলাস” শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত “বাঙালি ছবি”র কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন