
ভয়ের রাজা জাম্বু
ডেইলি স্টার
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১৭:৪৫
ঢাকাই সিনেমার দর্শকরা তাকে দেখলেই ভয় পেতেন। রূপালি পর্দায় তার উপস্থিতি মানেই সবার মাঝে বিরাজ করত আতঙ্ক। অসংখ্য সিনেমায় খলচরিত্রে অভিনয় করে গেছেন তিনি। সাদাকালো কিংবা রঙিন—উভয় ধরনের সিনেমাতেই তিনি সরব ছিলেন। তুমুল সাড়া পেয়েছেন পোশাকি সিনেমা করেও।
ছোট-বড় সব বয়সী দর্শকদের মন জয় করা এই খল-অভিনেতার নাম জাম্বু। খুন, মারামারিসহ এই ধরনের দৃশ্যে নিজেকে দারুণ মানিয়ে নিয়েছিলেন তিনি।
নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া এই অভিনেতাকে 'জাম্বু' নাম দিয়েছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এই পরিচালকের 'লিডার' সিনেমায় প্রথম অভিনয় করেন জাম্বু। যদিও সিনেমাটি মুক্তি পায়নি।