স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘‌রক্ত ঝরা’ বন্ধ করুন

বণিক বার্তা সৈয়দ আব্দুল হামিদ প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ১২:১৪

আমাদের দেশে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা ১৯৭৫ সাল থেকে দুটো আলাদা প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৮ সালে মাঠ পর্যায়ে (অর্থাৎ জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে) স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা একীভূত করা হয়। কিন্তু ২০০১ সালে একটি অযাচিত সিদ্ধান্তের মাধ্যমে তা রহিত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।


বাংলাদেশের নার্সিং ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৭ সালে “সেবা পরিদপ্তর” গঠিত হয়েছিল, যা ২০১৬ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সংযুক্ত দপ্তর হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। বিভিন্ন সময়ে স্বাস্থ্য খাতের দেহকে এভাবে খণ্ড-বিখণ্ড করা হলেও ২০১৭ সালের ১৬ মার্চের আগ পর্যন্ত পৃথিবীর অন্য সব দেশের মতো বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মাথা ছিল। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবার কল্যাণ সেবাসহ সব সেবার নেতৃত্বে ছিল একজন নেতা অর্থাৎ একজন সচিব। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও