বায়ুদূষণ বাড়ছেই
যেসব অসংক্রামক রোগে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটেÑ তার অধিকাংশই ঘটে বায়ুদূষণজনিত। বাতাসে মিশে থাকা ধূলিকণাগুলো এতই ক্ষুদ্র যে, এগুলো সহজেই মানুষের চোখ-নাক-মুখ দিয়ে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায় এবং ফুসফুস, হার্ট, কিডনি, লিভার আক্রান্ত করে থাকে। গবেষকরা বলছেন, সাম্প্রতিককালে বাংলাদেশের কয়েকটি শহরে বায়ুদূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানে বসবাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) বলছে, ২০২০ সালের তুলনায় ’২২ সালে বায়ুদূষণের মাত্রা বেড়েছে ১০ ভাগ। আর ২০২৩-এর জানুয়ারি মাসে বায়ুদূষণের মাত্রা ছিল পূর্ববর্তী ছয় বছরের গড় দূষণের তুলনায় ১৫ ভাগ বেশি। প্রতিবছরই পূর্ববর্তী গড়ে ৮ থেকে ১০ ভাগ দূষণ বেড়েছে।
‘ব্রিদিং হেভি : নিউ এভিডেন্স অন এয়ার পলিউশন অ্যান্ড হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক ওই গবেষণায় বলা হয়, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে প্রতিবছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ এবং ঢাকা দ্বিতীয় দূষিত শহর হিসাবে স্থান পেয়েছে।
- ট্যাগ:
- মতামত
- বায়ুদূষণ
- বায়ু দূষণ
- ঢাকার বায়ু দূষণ