আড়ি পাতা আইন : মানবজাতির বর্তমান ও ভবিষ্যৎ

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ১৫:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার, ১২ জানুয়ারি সংসদে বলেছেন, ‘ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের (নজরদারি) মাধ্যমে দেশ ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে এনটিএমসিতে (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) টেকনোলজির মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে।


একইসঙ্গে একটি ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম (আইনসম্মতভাবে মুঠোফোন ও ইন্টারনেট মাধ্যমে যোগাযোগে আড়ি পাতার ব্যবস্থা) চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’


ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ-সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। মুঠোফোন ও ইন্টারনেটে নজরদারির জন্য প্রযুক্তি কেনা নিয়ে আলোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংসদে ‘আইনসম্মতভাবে’ আড়ি পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও