কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মন্দ মুদ্রা বনাম মন্দ সমাজ

বিডি নিউজ ২৪ শিশির ভট্টাচার্য্য প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ২২:০০

এক। মুদ্রার উত্তম-মধ্যম


আমেরিকার ডলার, ইউরোপের ইউরো, বাংলাদেশের টাকা– প্রত্যেকটি মন্দমুদ্রা। এই সব মন্দমুদ্রার কারণে মন্দ হচ্ছে বাজার, মন্দ হচ্ছে সমাজ, মন্দ হচ্ছে প্রজন্ম। প্রশ্ন হতে পারে, ‘মুদ্রার উত্তম বা অধম হওয়ার সঙ্গে সমাজ বা প্রজন্মের ভালো-মন্দের কী সম্পর্ক?’ উত্তরে বলব, উভয়ের সম্পর্ক অঙ্গাঙ্গী এবং গভীর বটে।


মুদ্রা বা টাকা চার ধরনের হতে পারে: উত্তম, মধ্যম, মন্দ ও জঘন্য। বাজারে প্রচলিত মুদ্রার পরিমাণ মুদ্রার উত্তম-মধ্যমের একটা নিয়ামক। মুদ্রার পরিমাণের সঙ্গে আবার বাজারের আকারের একটা সম্পর্ক আছে। ‘বাজারের আকার’ বলতেই বা আমরা কী বোঝাচ্ছি? ধরা যাক, কোনো বাজারে কী পরিমাণ লেনদেন হয়, তার ওপর নির্ভর করে ওই বিশেষ বাজারের আকার। একটি গ্রাম ও একটি শহরের বাজারের আকার সমান নয়। মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে বাংলাদেশের তুলনায় বড় বাজার। সব বাজারের মুদ্রার প্রয়োজন সমান নয় এবং প্রতিটি বাজারের জন্যে প্রয়োজনীয় মুদ্রার একটি কাম্য পরিমাণ নিশ্চয়ই আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও