কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীন কেন আবার আক্রমণ হানল

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১১:১২

এ হলো পুনরাবৃত্তি। গলওয়ানের পুনরাবৃত্তি দাওয়াংয়ে। বিগত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের ইয়াংেসতে যেটা ঘটে গেল, সেটা ২০২০ সালের জুন মাসে ভারত-চীন সীমান্তের সংঘর্ষেরই সমতুল্য। ৩০০-৪০০ চীনা সেনা অরুণাচল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার স্থিতাবস্থাটাকেই বিগড়ে দিতে চেয়েছিল।


তবে সেটা একপক্ষীয়ভাবে, ভারতের দিক থেকে কিন্তু কোনো প্ররোচনা ছিল না।


নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে, ভারতীয় সেনা দৃঢ়তার সঙ্গে এই আক্রমণ রুখেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সংসদে সে কথা জানিয়েছেন। মুখোমুখি সংঘাতে দুই পক্ষে কিছু আহত হলেও কারো প্রাণহানি ঘটেনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় অঞ্চলে চীনা আগ্রাসনে যে বিরতি নেই, এ সংঘাতটা আবার তারই প্রমাণ দিল। বেইজিং একপক্ষীয়ভাবে নিয়ন্ত্রণ রেখা আরো পশ্চিমের দিকে ঠেলে দিতে চাইছে বারবার। তারা সীমান্ত সংকট নিরসনে যে আলোচনা করতে চায়, তেমনও তো কোনো ইঙ্গিত দেখি না। ভারত এই মীমাংসার জন্য বারবার আলোচনায় বসতে চায়। তাই যখন কভিডের ভরা মৌসুমেও গালওয়ানে চীন একবার আঘাত হেনেছিল তখন শি চিনপিংয়ের প্রশাসন নতুন ভাইরাসের মোকাবেলা নিয়ে খুব সমালোচিত। সেই সময় অনেকে মনে করেছিল, এই কভিড সংকটের মধ্য থেকে দৃষ্টি সরানোর জন্যই কি বেইজিং সংঘাত চেয়েছিল?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও