
তৌফিক-ই-ইলাহীর মামলায় আইসিটির আটকসংক্রান্ত বিধি প্রশ্নের মুখোমুখি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে ২০২৪ সালের ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেন।
ওই সময় তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বয়স ছিল ৭৯ বছর। এই আবেদনে আরও ৪৪ জনের নাম ছিল, তাঁরা সবাই আওয়ামী লীগের নেতা অথবা দলটির সঙ্গে ঘনিষ্ঠ।
খ্যাতিমান মুক্তিযোদ্ধা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছর ধরে শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এর আগে আওয়ামী লীগে প্রথমবার ক্ষমতায় থাকাকালীন তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেছেন ১৯৯৭ থেকে ২০০০ সালে।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী সচিব হওয়ারও অনেক আগে থেকে শেখ হাসিনার পরিচিত ছিলেন বলে জানা যায়; কিন্তু তিনি কখনোই আওয়ামী লীগের আনুষ্ঠানিক সদস্য ছিলেন না।