আওয়ামী লীগ-জাসদ বিরোধ ও ঐক্য

সমকাল জিয়াউল হক মুক্তা প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৮:১৫

আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী। ১৯৭২ সালের ৩১ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় মুক্তি আন্দোলনে আত্মনিবেদিত সর্বস্বত্যাগী নেতাকর্মী ক্ষমতার মোহ ত্যাগ করে সংসদীয় রাজনৈতিক ধারায় তৎকালে বিরোধী রাজনৈতিক দল জাসদ গঠন করেন। প্রতিষ্ঠার অচিরেই জাসদ সারাদেশে ব্যাপক সাড়া জাগায়।


সদ্য স্বাধীন বাংলাদেশের যুদ্ধউত্তর পুনর্গঠন, দেশ পরিচালনার রাজনৈতিক পদ্ধতি ও দেশের আর্থসামাজিক রূপান্তর প্রশ্নে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র মুক্তিযুদ্ধের অগ্রসর অংশের মতবিরোধের পরিণতিতে জাসদ গঠন ছিল অনিবার্য ঐতিহাসিক উদ্ভাস। আওয়ামী লীগের মেনিফেস্টো, '৭০-এর নির্বাচনী অঙ্গীকার, '৭১-এর স্বাধীনতার ইশতেহার, স্বাধীনতার ঘোষণাপত্র ও মুক্তিযুদ্ধকালে গড়ে ওঠা বৃহত্তর রাজনৈতিক ঐক্যের ধারাবাহিকতায় 'বিপ্লবী জাতীয় সরকার' গঠনের দাবি উপেক্ষা করে তৎকালীন সরকার। মুক্তিযুদ্ধের আগে ও সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু বারবার প্রকাশ্য সভা, সংসদ ও বেতার-টিভিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের অঙ্গীকার করলেও তাঁর নেতৃত্বাধীন সরকার সে পথে হাঁটেনি। ফলে বঙ্গবন্ধুর অঙ্গীকারকৃত পথে আওয়ামী লীগের চলার ব্যর্থতার বিপরীতে জাসদ ছিল সাফল্য অর্জনের প্রয়াস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও