
নির্বাচনী প্রচার চালাতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী প্রার্থী
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রচার চালাতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী সদস্য প্রার্থী। গত বুধবার রাতে ধর্ষণের শিকার হন ওই নারী সদস্য প্রার্থী।
বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, গত বুধবার রাতে ধর্ষণের শিকার হন ওই নারী সদস্য প্রার্থী। বৃহস্পতিবার তিনি থানায় মামলা করেন।
শুক্রবার পাঁচ আসামিকে গ্রেপ্তারের পর শনিবার কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন বাগমারার বামন গ্রামের মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)।