বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা সিকিভাগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যদিও তারা দুই দশক ধরে মূল বেতনের শতভাগ উৎসব ভাতা দাবি করে আসছিলেন।
সিকিভাগ বাড়িয়ে শিক্ষকদের ৫০ শতাংশ এবং কর্মচারীদের ৭৫ শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এই প্রস্তাব ঈদুল আজহার আগে অনুমোদন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এবারের ঈদেই বর্ধিত ভাতা পাবেন।
এতদিন শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছিলেন, যা কার্যকর করা হয়েছিল ২০০৪ সাল থেকে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ অনুবিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া প্রস্তাব আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অর্থ মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে কাজ করছে।”