
এখন তথ্য জানতে ও সমস্যা জানাতে পারবেন হাইওয়ে পুলিশের ওয়েবসাইটে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ মে ২০২৫, ২০:৫৯
হাইওয়ে পুলিশের বহুল তথ্যসংবলিত যুগোপযোগী ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট (www.highwaypolice.gov.bd) উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১০ মে) দুপুরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, ‘হাইওয়ে পুলিশের এই ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইটটি অত্যন্ত তথ্যপ্রযুক্তিভিত্তিক ও তথ্যবহুল। মহাসড়ক ব্যবহারকারীদের এই ওয়েবসাইট অনেক উপকারে আসবে।’
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ওয়েবসাইট
- হাইওয়ে পুলিশ