
৩০ কার্যদিবসের মধ্যে হবে জুলাই ঘোষণাপত্র
যুগান্তর
প্রকাশিত: ১১ মে ২০২৫, ০০:৩৫
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক দীর্ঘ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
উপদেষ্টা পরিষদের সভা শেষে রাত এগারোটার দিকে এ কথা জানান আসিফ নজরুল। তিনি জানান, সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছে।
সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গণঅভ্যুত্থান
- ঘোষণাপত্র
- আসিফ নজরুল