মমতার থেকে ‘বঙ্গবিভূষণ’ নিয়ে আপ্লুত কুমার শানু
পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বঙ্গবিভূষণ’ পেলেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী কুমার শানু। সোমবার কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে গায়কের হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন অসংখ্য সুপারহিট গানের শিল্পী কুমার সানু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘৩৫ বছর ধরে গান গেয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে এমন সম্মাননা দিদিই প্রথম দিলেন। বাঙালি হিসাবে এটাই আমার কাছে সব থেকে বড় সম্মান।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কুমার শানু বলেন, ‘বাঙালি হয়েও বাংলা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। তবে দিদি সবসময় কাছে টেনেছেন। আমরা দূরে গিয়েও তাই দূরে যেতে পারি না। এটা শুধুমাত্র দিদির জন্য। এই পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ, আমার কাছে আজ কথা বলার ভাষা নেই।’
এদিন পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত সকলের অনুরোধে ‘কত যে সাগর নদী’ এবং ‘মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়’ গান দুটি গেয়ে শোনান কুমার শানু। সোমবারের অনুষ্ঠানে কুমার শানু ছাড়া ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা পান ওপার বাংলার প্রবাসী বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যও।