পলিথিন ব্যবহারকে কি সরকার উৎসাহিত করল

প্রথম আলো রাফসান গালিব প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৯:২২

পরিবেশ সুরক্ষার সূচকে ১৮০টি দেশের মধ্যে আমরা চতুর্থ স্থান দখল করেছি, তবে শুরুর দিক থেকে নয়, পেছন দিক থেকে! দুই সপ্তাহ আগে প্রকাশিত বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশের অবস্থান ১৭৭তম। এর আগে ২০২০ সালে তালিকায় ১৬২তম অবস্থানে ছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সরকারের পরিবেশ সুরক্ষা এজেন্সি (ইপিআই) থেকে দুই বছর পরপর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তার মানে দুই বছরে পরিবেশ সুরক্ষায় আমরা ১৫ ধাপ পিছিয়ে পড়েছি।


বাংলাদেশের এ করুণ অবস্থার বিষয়টি আগে থেকেই আন্দাজ করা যায়। দূষিত বায়ু, দূষিত মাটি, দূষিত পানির দেশ হিসেবে বিশ্বের শীর্ষ অবস্থানের তালিকায় বারবার আমাদের নাম উঠছে। দেশের পাহাড়-টিলা-বনজঙ্গল সব ধ্বংস করে ফেলা হচ্ছে। আর নদীগুলোর কথা কী বলব! বাংলা ব্যাকরণে সবচেয়ে বেশি মুখস্থ করা রচনা সম্ভবত নদীমাতৃক দেশ বাংলাদেশ। সেই দেশের নদীগুলোর দিকে তাকালে চোখ ভিজে আসারই কথা যেকোনো প্রকৃতি অন্তঃপ্রাণের। নদী শুকিয়ে মরার পেছনে আন্তর্জাতিক পানি কূটনীতির বড় দায় আছে। কিন্তু দূষণের দায় তো পুরোপুরি এ দেশের সরকার ও নাগরিকদেরই নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও