বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ
করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী মার্কিন ডলারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলে অনেক দেশ ডলারের বিপরীতে তাদের স্থানীয় মুদ্রার মান কমাতে বাধ্য হয়। অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান থাকায় জ্বালানি তেলসহ বিভিন্ন আবশ্যিক উন্নয়ন উপকরণের মূল্যও অস্বাভাবিক গতিতে বাড়তে শুরু করে।
একই সময়ে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের কারণে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ প্রায় প্রতিটি পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেলপ্রতি ১৩০ মার্কিন ডলারে উন্নীত হয়। পরে রাশিয়া কিছু পদক্ষেপ গ্রহণ করায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী মূল্য কিছুটা স্তিমিত হয়ে আসে। কিন্তু এ যুদ্ধ সহসাই বন্ধ না হলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব আরও ব্যাপকভাবে পড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।