You have reached your daily news limit

Please log in to continue


নাশকতার মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ রায় দেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল।

২০১৯ সালের ৬ মার্চ এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট রুলসহ ছয় মাসের জামিন দেন। পরে জামিনের মেয়াদ বাড়ানো হয়। বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি নৈশকোচে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই আগুনে পুড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন