হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিডি নিউজ ২৪ এভারকেয়ার হসপিটাল ঢাকা প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউ সেটআপে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন শনিবার সকালে একথা জানান।


৭৮ বছর বয়েসী সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থার অবনতি হলে শুক্রবার সিসিইউতে নেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, “ম্যাডাম অত্যন্ত অসুস্থ্। গতকাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়েছিল। বিকালের দিকে শারীরিক অবস্থা স্টেবল হলে আবার কেবিনে নিয়ে আসা হয়। এখন কেবিনে সিসিইউ সেটআপে চিকিৎসকদের সার্বক্ষণিক নিবিড় অবজারভেশনে তিনি আছেন।”


খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালকদারের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষজ্ঞ চিকিসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও