![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/05/22/d96f85965a92d54714d02c86db60bff9-6289b7d78098d.jpg)
নরসিংদীতে ঘর থেকে মা-দুই সন্তানের মরদেহ উদ্ধার
নরসিংদীর বেলাবতে নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে আজ রোববার সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
নিহতরা হলেন মা রাহিমা বেগম (৩৫), তাঁর ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (০৭)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে ও মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মরদেহ উদ্ধার
- মা ও সন্তান