কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৮ বছর পর রায় দিয়ে কি হবে, হতাশা হুমায়ুন আজাদের পরিবারের

বিডি নিউজ ২৪ ঢাকা মহানগর আদালত প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২২:৪৪

সমকালীন বাংলাদেশে মুক্তমনা লেখকদের মধ্যে প্রথম জঙ্গিবাদি চাপাতির কবলে পড়েছিলেন হুমায়ুন আজাদ, দেড় যুগ পর সেই হত্যা মামলার রায় জানা যাবে বুধবার।


তবে বছরের পর বছর ধরে অপেক্ষা আর যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাইদী এ মামলার বিচারে না আসায় হুমায়ুন আজাদের পরিবারকে গ্রাস করেছে হতাশা।


তার ছোট ভাই ও মামলার বাদী মঞ্জুর কবির মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ১৮ বছর পর রায়ের দরকার কি?  যিনি নিহত হয়েছেন, তিনি হামলায় আহত হওয়ার পর দেলাওয়ার হোসাইন সাইদীকে দায়ী করেছিলেন। তাকেই যখন বাদ দেওয়া হল, তারপর তো আর কিছু থাকে না।


“সন্তুষ্টি বা অনুশোচনার জায়গা আমার নেই। বিচার বা রায় আমরা আর চাই না।  আমার ভাবিরও (হুমায়ুন আজাদের স্ত্রী লতিফা আজাদ) কোনো আগ্রহ নেই।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও