কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইমরানের সাজা ও সামরিক শাসক কেন আমেরিকার

জাগো নিউজ ২৪ স্বদেশ রায় প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ১০:১০

ইমরান খান পাকিস্তানের গণতন্ত্রকে অস্থিতিশীল করেছেন। সে দেশের সংবিধানের আর্টিকেল ৫ অনুযায়ী, দেশের সকল নাগরিককে সংবিধান মানতে হবে। তিনি সেটা মানেননি।


তাদের সংবিধাননে স্পষ্ট করে বলা আছে, কেউ যদি সংবিধান না মানে, এবং সেই না মানার কাজে সহযোগিতা করে- তাহলে তাদের প্রত্যেকের কাজকে সে দেশের সংবিধানের আর্টিকেল ৬ এর (১) এবং (২ ) অনুযায়ী রাষ্ট্রের সঙ্গে বড় মাপের বিশ্বাসঘাতকতা ( High Treason) বলে চিহ্নিত হবে।


এই বড় মাপের বিশ্বাসঘাতকতা বা সংবিধানকে অমান্য করার কাজকে কোন কোর্ট, এমনকি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বৈধতা দিতে পারবে না। রাষ্ট্রের সঙ্গে বড় মাপের বিশ্বাসঘাতকতা ( highly treason) কেউ বা কয়েকজন মিলে করলে তাদেরকে পাকিস্তানের ÔThe high treason act 1973 Pakistan’ এই আইন অনুযায়ী বিচার হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও