রেললাইন ঝুঁকিমুক্ত করতে সরকারকে নতুন করে ভাবতে হবে
রেল ভ্রমণ খুবই উপভোগ্য এবং আরামপ্রদ। তুলনামূলক সাশ্রয়ী ও নিরাপদ বাহন হওয়ায় বেশিসংখ্যক সাধারণ মানুষ ট্রেনে ভ্রমণ করেন। রেল ভ্রমণে সড়কপথের মতো যানজটের ভোগান্তি না থাকায় যাত্রীদের ভিড় দেখা যায়। যদিও ট্রেনকে বাংলাদেশে একটি নিরাপদ বাহন হিসেবে মনে করা হয়, কিন্তু এর ঝুঁকির দিকগুলোও কম নয়। প্রায়ই পত্রিকার পাতায় রেলক্রসিংয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর ছাপা হয়।
রেললাইন এলাকা থেকে অহরহ উদ্ধার হচ্ছে মরদেহ। অতিসম্প্রতি কুমিল্লার বিজয়পুরে গেটকিপারহীন অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় একই সঙ্গে তিনজন ছাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। কিছুদিন আগে লাকসামে দুই শিশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে। রাজধানীর মগবাজারে পেয়ারবাগ সিগন্যালে ট্রেনের ধাক্কায় মারা যান এক যুবক। ঠিক এর একদিন আগেই খিলগাঁও বাগিচা এলাকায় গেটকিপারহীন অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান এক গৃহবধূ। দুর্ঘটনায় কখনো ট্রেনে কাটা পড়ে মরছে মানুষ, কখনো ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হচ্ছে।