বিদেশিদের জন্য সীমান্ত খুলছে মালয়েশিয়ার
করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত পুনরায় বিদেশি পর্যটকদের জন্য খুলে দিচ্ছে মালয়েশিয়া। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, যেসব বিদেশি পর্যটক করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারা আগামী ১ এপ্রিল থেকে কোনো ধরনের কোয়ারেন্টাইন ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।
তবে দেশটির উদ্দেশে যাত্রা শুরুর আগে আরটি-পিসিআর এবং পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে কোনো পেশাদারের তত্ত্বাবধানে আরটিকে-অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। বর্তমানে কেবলমাত্র টিকার পূর্ণ ডোজ নেওয়া পর্যটকরা এয়ার বাবল চুক্তি অনুযায়ী, সিঙ্গাপুর এবং ল্যাংকাউই হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেন।