নাজিব রাজাকের মুক্তি দাবিতে সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনা

জাগো নিউজ ২৪ মালয়েশিয়া প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ২২:১৫

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুক্তিকে ঘিরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়ান এমডিবি দুর্নীতির মামলায় কারাগারে বন্দি নাজিবের মুক্তির সমর্থনে এক সমাবেশ আহ্বান করা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে চাপের মুখে ফেলেছে।


প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইস্তানা নেগারা (জাতীয় প্রাসাদ) থেকে দেওয়া নির্দেশনা পড়তে হবে, বুঝতে হবে এবং মেনে নিতে হবে।’ এসময় তিনি সব পক্ষকে সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানান।


শুক্রবার দ্য সান ডেইলির খবরে বলা হয়, জাতীয় প্রাসাদও (ইস্তানা নেগারা) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষমা, শাস্তি স্থগিত বা লাঘব করার একমাত্র অধিকার বর্তমান রাজা সুলতান ইব্রাহিমের। ক্ষমা বোর্ডের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


২০১৮ সালের ওয়ান এমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে নাজিব রাজাক ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানার শাস্তি পান। পরে তার সাজা অর্ধেকে কমিয়ে জরিমানা ৫০ মিলিয়ন রিঙ্গিতে নামিয়ে আনা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও