২০২৩ সালের তুলনায় বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২৪-এ ২ শতাংশ কমেছে: এফএও

প্রথম আলো প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ২২:২৮

বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ২ দশমিক ১ শতাংশ কমেছে। কিন্তু কমার পরেও যা দাঁড়িয়েছিল, তা কোভিড-১৯ মহামারির আগের অবস্থার তুলনায় অনেক বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আজ শুক্রবার মাসিক প্রতিবেদনে এ তথ্যগুলো জানিয়েছে।


গত বছর এফএওর গড় খাদ্যমূল্য সূচক ছিল ১২২ দশমিক শূন্য পয়েন্ট, যা ২০২৩ সালের তুলনায় ২ দশমিক ৬ পয়েন্ট বা ২ দশমিক ১ শতাংশ কম।


তবে ২০২৪ সালজুড়ে খাদ্যের দাম ক্রমে বেড়েছে। গত বছরের জানুয়ারিতে খাদ্যমূল্য সূচক ছিল ১১৭ দশমিক ৬ পয়েন্ট। ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছিল ১২৭ দশমিক শূন্য পয়েন্ট।


মাংস, দুগ্ধজাত পণ্য এবং ভোজ্যতেলের দাম বাড়ায় ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৪ সালে খাদ্যমূল্য সূচক বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।


পাঁচ বছর আগের তুলনায় গত বছর খাদ্যপণ্যের দাম বেশি ছিল প্রায় ২৬ শতাংশ।


কোভিড-১৯–এর কারণে বৈশ্বিক বাণিজ্য বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় মহামারির শুরুর দিকে খাদ্যপণ্যের দাম কমেছিল। কিন্তু পরে অর্থনীতি ঘুরে দাঁড়ানো শুরুর পর মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্যের দাম হু হু করে বাড়তে শুরু করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও