দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা, বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মীদের বাধা

প্রথম আলো দক্ষিণ কোরিয়া প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৮

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট  ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করতে তাঁর বাসভবন ঘেরাও করা হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের খবর বলছে নিরাপত্তা বাহিনী তাঁদের প্রতিহত করার চেষ্টা করছে।


ইওলের বাসভবনের সামনে তাঁর সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। ইওলের সমর্থকেরা পোস্টার ও ব্যানার নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়েছেন। তাঁরা ইওলকে গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান দিচ্ছেন।


দেশটির দুর্নীতি তদন্তকারী কার্যালয় বলছে, প্রেসিডেন্ট ইউন সুক–ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা শুরু হয়েছে। তদন্তকারী কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশকে ইওলের বাসভবনের ভেতরে ঢুকতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও