ইউক্রেইনীয় শরণার্থীদের সহায়তা কমানোর হুমকি স্লোভাকিয়ার

বিডি নিউজ ২৪ স্লোভাকিয়া প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪২

রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে ইউক্রেইনের সঙ্গে বিরোধের জেরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবার ১ লাখ ৩০ হাজারেরও বেশি ইউক্রেইনীয় শরণার্থীর আর্থিক সহায়তা কমানোর হুমকি দিয়েছেন।


ইউক্রেইন নতুন বছরের ১ জানুয়ারি থেকে একটি গ্যাস পাইপলাইন বন্ধ করেছে, এই পাইপলাইনটি দিয়ে দীর্ঘদিন ধরে মধ্য ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়ে আসছিল।


এই সরবরাহ ব্যবস্থার প্রধান প্রবেশদ্বার ছিল স্লোভাকিয়া। পাইপলাইনটির মাধ্যমে ট্রানজিট ফি বাবদ ৫০ কোটি ইউরো আয় করত স্লোভাকিয়া। এখন পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় দেশটি এই আয় হারানোর ঝুঁকিতে পড়েছে।


স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো ইউক্রেইনের পাইপলাইন বন্ধের পদক্ষেপকে ‘নাশকতা’ বলে বর্ণনা করেছেন। ফিকো বলেন, ইউক্রেইনে বিদ্যুৎ রফতানি বন্ধের প্রস্তাব দেবেন তিনি। একইসঙ্গে স্লোভাকিয়ায় থাকা ইউক্রেইনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তাও তিনি অনেকখানি কমাবেন।


জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, স্লোভাকিয়ায় বর্তমানে ১ লাখ ৩০ হাজারের বেশি ইউক্রেইনীয় শরণার্থী আশ্রয় নিয়ে আছেন। তবে ফিকো বলেছেন, স্লোভাকিয়া গ্যাস সংকটে পড়বে না। কারণ, তার দেশ ইতোমধ্যেই বিকল্প ব্যবস্থা করে ফেলেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও