মোদির কাছ থেকে সবচেয়ে দামি উপহার পেয়েছেন বাইডেন
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবেন জো বাইডেন। তাই বিদায়ের আগে ২০২৩ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেনের বিশ্বনেতা ও কূটনীতিকদের কাছ থেকে পাওয়া উপহারের তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত তালিকা অনুযায়ী, ফার্স্ট লেডি জিল বাইডেনকে সবচেয়ে দামি উপহারটি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ হাজার ডলার অর্থাৎ প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাত দশমিক ৫ ক্যারেটের হীরা উপহার দিয়ে আর্থিক মূল্যমানের দিক থেকে সবার চেয়ে এগিয়ে মোদি।
বাইডেন দম্পতিকে দামি উপহার দেওয়ায় মোদির পরই রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারাকোভা।
জো বাইডেনকে প্রায় আড়াই হাজার ডলার মূল্যমানের একটি ছবির কোলাজ দিয়েছেন জেলেনস্কি এবং জিল বাইডেনকে একটি ব্রুচ বা শৌখিন পোশাক আটকানোর পিন দিয়েছেন ওকসানা, যার দাম ১৪ হাজার ডলার।