সুশাসনের চাঁদের কালো দাগ
ইউক্রেন এখন জানছে তার সঙ্গে কে আছে, কে নেই। অথচ ন্যাটোভুক্ত দেশগুলোর সাহস আর প্ররোচনায় প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবার হিম্মত দেখিয়েছিলেন। ইউক্রেন এখন নিজেদের দেখতে পাচ্ছে বলির পাঁঠা হিসেবে। এর মধ্যে হাতছাড়া হয়ে গেছে গুরুত্বপূর্ণ পারমাণবিক ঘাঁটি চেরনোবিল, একাধিক শহর।
পুতিনের রাশিয়ার সঙ্গে প্রকাশ্যে আলোচনাও শুরু করতে হয়েছে দেশটিকে। এই প্রক্রিয়ায় থেমে যেতে পারে অসম যুদ্ধ।
ইউক্রেন-রাশিয়ার পরিস্থিতি নিয়ে আগামীতে প্রচুর আলাপ-আলোচনা হবে। কিন্তু যে মূল্যবোধের দোহাই দিয়ে আমরা অসহায় রাষ্ট্র ও তার জনগণের পক্ষে সোচ্চার হতে চাই, সেই অবস্থান থেকে দেখলে আমাদের এখানেও এমন কালো দাগ পড়ে যায় কারো কারো অবিবেচনায়।