রকিব–হুদা পারেননি, কাজী সাহেব পারবেন তো!
নতুন কমিশন দায়িত্ব নেওয়ার আগেই সরকারি ও বিরোধী দলের পক্ষে থেকে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া এসেছে। আওয়ামী লীগ নতুন কমিশনকে অভিনন্দন জানিয়েছে। বিএনপি বলেছে, আগ্রহ নেই। সব রাজনৈতিক দলই নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। আর গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনই হলো ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায়। আর নির্বাচন কমিশন ছাড়া নির্বাচনও করা যায় না।
সত্ত্বেও নতুন নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির আগ্রহ না থাকার কারণটি খুঁজে বের করতে হবে। বিএনপি রাষ্ট্রপতি আহূত সংলাপে যায়নি। সার্চ কমিটি যে নাম পাঠাতে বলেছিল, তাতেও সাড়া দেননি তাঁরা।