চাই সাম্প্রদায়িক সম্প্রীতি

জাগো নিউজ ২৪ মাহমুদ আহমদ প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:১০

একটি মহল বরাবরই শান্তিময় সমাজকে অশান্ত করে তোলার কাজে ব্যস্ত থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে তারা থাকে সদা তৎপর। দু-চারদিন ধরে ভারতের মুসলিমবিদ্বেষী কট্টরপন্থিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে উঠে পরে মাঠে নেমেছে। অথচ প্রত্যেক ধর্মের মূল মর্মবাণী হলো-শান্তি ও মানুষের কল্যাণ। ধর্ম মানুষকে সম্প্রীতি ও পরমতসহিষ্ণুতার শিক্ষা দেয়।


বিভিন্ন সময় ধর্মকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামা হয়েছে। প্রতিক্রিয়াশীল ও সুযোগসন্ধানী একটি চক্র বরাবরই পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালায়। সম্প্রতি একই অবস্থা লক্ষ্য করা যায় ভারতে। বিশ্বভাজন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর চারদিন আগে মৃত্যুবরণ করেন। শেষকৃত্যের জন্য লতা মঙ্গেশকরের মরদেহ তার বাড়ি প্রভুকুঞ্জ থেকে মুম্বাইয়ের শিবাজি পার্কে নিয়ে আসা হয়। প্রচুর ভক্ত সে সময় তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও