নয়া উদার ও কর্তৃত্ববাদী শাসনের বিকল্প কি হতে পারবেন বরিচ?

প্রথম আলো মনোজ দে প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ০৯:২৮

যুক্তরাষ্ট্র-চীন, চীন-তাইওয়ান, রাশিয়া-ইউক্রেনের দ্বৈরথ ছাপিয়ে বর্তমানে বিশ্বরাজনীতির মনোযোগের আরেক কেন্দ্র লাতিন আমেরিকার দেশ চিলি। কবি পাবলো নেরুদা আর তাঁর সমাজতন্ত্রী রাজনৈতিক বন্ধু সালভাদর আয়েন্দের দেশ চিলি, কবিতা আর রাজনৈতিক স্বপ্নের কারণেই জগদ্বিখ্যাত। আবার সিআইএ-এর চক্রান্ত ও পরিকল্পনায় সেই স্বপ্ন উৎখাত আর জনগণের ওপর কয়েক দশকের সেনাশাসক অগাস্তো পিনোশের নিষ্ঠুরতম শাসনের কারণে চিলির কুখ্যাতিও কম নয়। লাতিন রাজনীতির সূতিকাগার চিলি এখন ফের সন্ধিক্ষণে। দেশটির দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৩৫ বছর বয়সী গাব্রিয়েল বরিচ। বামপন্থী এই তরুণ ছাত্রনেতা থেকে চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তাঁর সফলতা-ব্যর্থতা বিশ্বরাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও