শাটল ট্রেনের উচ্ছল দিনগুলো কোথায় হারাল?

প্রথম আলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মো. মিজানুর রহমান প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ০৬:০৪

প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত আয়তনে দেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে দৃষ্টিনন্দন সবুজ প্রকৃতি আর নয়নাভিরাম ছোট-বড় পাহাড়সারিকে ঘিরে গড়ে ওঠা এই ক্যাম্পাসে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী শাটল ট্রেনে করে যাতায়াত করে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য যেখানে রয়েছে বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র যেন তার সম্পূর্ণই বিপরীত।


বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতকে দ্রুততর, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দমুখর করে তুলতেই ১৯৮০ সালে একমাত্র বাহন হিসেবে যাত্রা শুরু করে গৌরবময় সংস্কৃতি ও ক্যাম্পাসের প্রাণভোমরা এই শাটল ট্রেন। বর্তমানে ছুটির দিন ছাড়া সপ্তাহের পাঁচ দিন এক জোড়া শাটল ট্রেন পালাক্রমে চট্টগ্রাম শহরের বটতলী রেলস্টেশন থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস থেকে বটতলী রেলস্টেশনে সাতবার করে যাওয়া-আসা করে। আর এর মাধ্যমে শাটল দুটি প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থীকে প্রদান করে আসছে যাতায়াতের সুবিধা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও