সম্প্রতি সমকালে 'ছোট ঋণে বড় ভোগান্তি' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, তা আমাদের অনেকেরই অজানা নয়। আমরা জানি, ব্যাংক ঋণ নিয়ে নানা নেতিবাচক কথা আছে; তা যেমন বড় ঋণের ক্ষেত্রে, তেমনি ছোট ঋণের ক্ষেত্রেও। ছোট গ্রাহকদের প্রতি ব্যাংকের আগ্রহ কম। এ কারণে দেখা যায়, ঋণ কেন্দ্রীভূত হয়ে ব্যাংক খাতে ঝুঁকি বাড়ছে। এই ঝুঁকি নিরসন করতে হলে সর্বাগ্রে দরকার ব্যবস্থাপনার উন্নয়ন। এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ ব্যাংককেই। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা হতে হবে কঠোর ও নির্মোহ। সংবাদমাধ্যমে অতীতে ব্যাংক ঋণ নিয়ে এ অভিযোগও উঠেছে, কোনো কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানে না। আমি মনে করি, নিয়ম না মানলে ব্যাংকের নতুন শাখা, পুনঃঅর্থায়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির পথ বন্ধ করে দেওয়া উচিত। একই সঙ্গে নজর দেওয়া প্রয়োজন ছোট গ্রাহকদের ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও।
You have reached your daily news limit
Please log in to continue
ব্যাংক ঋণের ভুক্তভোগীরা হোক সুফলভোগী
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন